চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘রকিং স্টার’ যশের বহুল আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কেজিএফ’ নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ-চ্যাপটার টু’র পর থেকে তৃতীয় পর্বের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে যশ জানালেন, বড় পরিসরে আসছে ‘কেজিএফ থ্রি’।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ‘কেজিএফ থ্রি’ আসবে। তবে বর্তমানে আমি দুটি প্রকল্প নিয়ে কাজ করছি। আমাদের চিন্তাভাবনা বিশাল কিছু, যার জন্য পূর্ণ মনোযোগ ও ফোকাস প্রয়োজন।” যশ জানান, তারা এমন কিছু করতে চান যা দর্শকদের গর্বিত করবে এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয় বরং পরিকল্পিতভাবে এটি তৈরি করা হবে।
‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং তা বিশ্বব্যাপী আড়াই শ কোটি রুপির বেশি আয় করে। এরপর ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপ্টার টু’, যা ১২০০-১২৫০ কোটি রুপি আয়ের মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করে। তবে ভক্তদের ‘কেজিএফ থ্রি’ দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ যশ বর্তমানে দুটো প্রকল্পে কাজ করছেন।