শিরোনাম

নায়িকা নিপুণ কোথায়?

Views: 24

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নিপুণ আক্তার সম্প্রতি মিডিয়ার নজর থেকে দূরে রয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য তিনি সমালোচনার শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর নিপুণের ক্ষমতার উৎস নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি নীরবে দেশ ছেড়েছেন। তবে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেখে মনে হচ্ছে, তিনি কোথাও আছেন। কিন্তু ঠিক কোথায়, তা স্পষ্ট নয়। চলচ্চিত্রাঙ্গনের অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে প্রশ্ন উঠেছে—নিপুণ কি দেশে নাকি বিদেশে আছেন?

চলচ্চিত্র পাড়ায় আলোচনা চলছে যে, কিছু মানুষ দাবি করছেন নিপুণ দেশে রয়েছেন কিন্তু নিরাপত্তাহীনতা ও মামলা-হামলার ভয়ে বাসা থেকে বের হচ্ছেন না। অন্যদিকে, আবার কেউ কেউ বলছেন, তিনি ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনে গেছেন এবং সেখানে বাঙালি কমিউনিটির ভয়ে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। নিপুণের দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নিপুণের ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *