শিরোনাম

নতুন সিনেমায় ‘যাত্রী’ হয়ে ফিরছেন ঐশী

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী নতুন সিনেমায় নাম লেখালেন। তিনি ‘যাত্রী’ শিরোনামের এই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন, যা পরিচালনা করছেন আসিফ ইসলাম। ঐশী ইতিমধ্যে ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’, এবং সর্বশেষ ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম অভিনেত্রীকে সিনেমাটিতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “ছয় মাস আগে প্রথমবার গল্পটি জানালে এটি তার কাছে ভালো লাগে। কিন্তু পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।” তবে কিছুদিন আগে আসিফ আবার ঐশীর সঙ্গে যোগাযোগ করেন, যা তাকে নতুন করে আশাবাদী করে।

গল্প সম্পর্কে আসিফ ইসলাম বলেন, “এটি একটি ভালোবাসার গল্প। আগের দিকে আমি এ ধরনের সিনেমা নির্মাণ করিনি। গল্পটা অনেক আগে লিখেছিলাম কিন্তু তখন নির্মাণ করা হয়নি। হয়তো ভালোর জন্যই হয়নি। এই সিনেমায় একই গল্প দুই ভিন্ন প্রেক্ষাপটে বলার চেষ্টা করব।”

তিনি জানান, ‘যাত্রী’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে শুটিং শুরু হবে ঢাকায় এবং আগামী শীতের মৌসুমে কাজটি সম্পন্ন হবে।

নির্মাতা আসিফ ইসলাম এর আগে ‘পাঠশালা’ এবং ‘নির্বাণ’ সিনেমাগুলো পরিচালনা করেছেন। ‘নির্বাণ’ সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *