চন্দ্রদ্বীপ ডেস্ক :: ডেঙ্গু জ্বরের সময় মাড়ি থেকে রক্তপাত হলে তা অবহেলা করা উচিত নয়। চিকিৎসক ডা. সানজির হাওলাদার জানান, এটি ডেঙ্গুর অন্যতম উপসর্গ হতে পারে। সাধারণত, ডেঙ্গু জ্বরের সাথে উচ্চ তাপমাত্রা, শরীর ও জয়েন্টে ব্যথা থাকে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। জ্বরের তাপমাত্রা কম থাকলেও মাড়ি থেকে রক্তপাত হতে পারে, যা অনেক সময় ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণ।
ডা. সানজির বলেন, ডেঙ্গু জ্বরের কারণে রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা কমে যায়, ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে। জ্বরের সময় বা জ্বর না থাকা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি মাড়ি থেকে রক্ত বের হয়, তাহলে ডেঙ্গুর পরীক্ষা করানো উচিত। বিশেষত, যাদের দাঁতের গোঁড়ায় পাথর জমে থাকে তাদের জন্য এই ঝুঁকি বেশি।
ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে সাথে প্লাটিলেটও আক্রান্ত হয়, যার ফলে রক্তপাত শুরু হতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম থেকে রক্ষা পেতে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, জ্বরের লক্ষণ দেখা দিলে বেশি করে তরল খাবার গ্রহণ করতে হবে এবং প্যারাসিটামল ছাড়া অন্য কোন ব্যথানাশক খাবার খাওয়া উচিত নয়। যেকোনো সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।