শিরোনাম

‘ছাত্রলীগ নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে সরকার’

Views: 20

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের ওপর আঘাত করেছে।

বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাছিম বলেন, “বর্তমান সরকার অবৈধ সরকার। এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তাহলে দেশ স্বাধীনের আগে ও পরে মুক্তিযুদ্ধ ও অন্যান্য সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছাত্রলীগের মতো সংগঠনকে কীভাবে নিষিদ্ধ করা হলো?”

তিনি অভিযোগ করেন যে, অসৎ উদ্দেশ্যে ছাত্রলীগ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যোগ করেন, “ছাত্রলীগ এ মাটির সংগঠন এবং আগামী দিনেও থাকবে।”

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *