শিরোনাম

যুক্তরাষ্ট্রে ১৫ বছরের কিশোরের গুলিতে পাঁচজন নিহত

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের সিয়াটেলের এক বাড়িতে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিং কাউন্টির শেরিফ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গুলির এ ঘটনায় তিন শিশু ও দু’জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। এছাড়া, ওই বাড়িতে থাকা এক বালিকাও আহত হয়েছে।

মুখপাত্র মাইক মেলিস সাংবাদিকদের জানান, শেরিফের ডেপুটিরা কোনো প্রতিরোধ ছাড়াই সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়েছেন।

এ ঘটনায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য কি না, তা এখনও পরিষ্কার নয়। কী কারণে এই সহিংসতার ঘটনা ঘটেছে, শেরিফ দফতর তা তদন্ত করছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *