শিরোনাম

পবিপ্রবি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

Views: 32

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস-চ্যান্সেলরদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বাসভবনে আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শুচিতা শরমিন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সহ-শিক্ষা কার্যক্রমে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা করেন। উভয়েই শীঘ্রই এই বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় পবিপ্রবির পক্ষ থেকে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার উপস্থিত ছিলেন।

সাক্ষাত শেষে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে পবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *