পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার বোন মিতু রানীকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলাম মিতুর হাতে নিয়োগপত্র তুলে দেন।
হৃদয় তরুয়া গত জুলাই মাসে চট্টগ্রামের চাটগাঁ এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদয়ের বোনকে চাকরি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারের পাশে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার প্রধান মুহাম্মদ ইমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। নিয়োগ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয়ের বাবা রতন চন্দ্র তরুয়া, মা অর্চনা রানী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং হৃদয়ের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পালন করেছে।