বরিশাল অফিস: দেশব্যাপী রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে , বরিশালের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অশ্বিনী কুমার হলচত্বরে সাবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক। এ সময় আরও বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সংগঠক শহিদুল হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল মান্নান, ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী এবং দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন।
বক্তারা বলেন , দেশে প্রায় ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে আড়াই কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। এই শ্রমিকদের BRTA স্বীকৃত লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদ ১২ বছর ধরে আন্দোলন করে আসছে। তবে, এখনো তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে ২০২৪ সালের থ্রি হুইলার নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের জন্য BRTA-এর স্বীকৃত লাইসেন্স প্রদানের দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করে বলেন, বরিশালের ট্রাফিক বিভাগ সম্প্রতি ট্রাফিক মামলায় ব্যাটারিচালিত যানবাহন আটক করে ৫ দিন ধরে আটকে রাখছে এবং জরিমানা ৪ হাজার টাকা করেছে, যা শ্রমিকদের জন্য অত্যন্ত অমানবিক। তারা জরিমানা কমিয়ে ৫০০ টাকা করার দাবি জানান। এছাড়াও, মামলার দীর্ঘসূত্রিতা কমানোর এবং যানজট নিয়ন্ত্রণের নামে শুধু ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকদের উপর চড়াও না হয়ে সঠিক পার্কিং স্ট্যান্ড স্থাপন এবং মহাসড়কে সাইডলেন নির্মাণের দাবি করেন।
বিক্ষোভ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে।
সংগ্রাম পরিষদের দাবির মুখে বরিশাল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে ৫ দিন থেকে ২ দিন এবং জরিমানা ৪ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার ঘোষণা দেন।