শিরোনাম

পটুয়াখালীতে ৭২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, বিপাকে নিম্নআয়ের মানুষ

Views: 26

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ৭২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার।

বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে এবং জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চল ও নদীর তীরবর্তী মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাগরের উত্তাল অবস্থার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবু হাসনাত মুহাম্মদ আরেফিন জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মির্জাগঞ্জে ঘরের নিচে চাপা পড়ার ফলে তিনজন আহত হয়েছেন, তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা ও ত্রাণ সহায়তা নিশ্চিত করা হয়েছে।

জেলায় ৪৩৩টি স্বেচ্ছাসেবক টিম কাজ করছে এবং সৈকতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *