শিরোনাম

‘টারজান’ অভিনেতা রন এলির মৃত্যু

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মার্কিন অভিনেতা রন এলি, যিনি ‘টারজান’ চরিত্রের জন্য বিখ্যাত, মারা গেছেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রন এলির কন্যা কার্স্টেন।

গতকাল সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি দেন কার্স্টেন। তিনি বলেন, “মহান একজন মানুষকে হারালো পৃথিবী, আমি হারালাম আমার বাবাকে।”

কার্স্টেন রন এলির ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, “আমার বাবা এমন একজন ছিলেন, যাকে সবাই ‘হিরো’ বলে ডাকতেন। তিনি ছিলেন অভিনেতা, কোচ, মেন্টর, পরিবারে একজন প্রিয় মানুষ এবং একজন নেতা। তিনি যেখানেই যেতেন, সেখানেই ইতিবাচক প্রভাব ফেলতেন। সত্যি তার মাঝে জাদুকরী কিছু ছিল।”

রন এলির জন্ম ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ১৯৫৯ সালে তিনি স্কুলজীবনের প্রেমিকা জেন ট্রিপলেটকে বিয়ে করেন, তবে দুই বছর পর তাদের সংসার ভেঙে যায়। আশির দশকে মিস আমেরিকা প্রতিযোগিতা সঞ্চালনার সময় ভ্যালেরি লুনডেনের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই সংসারে তাদের তিনটি সন্তান রয়েছে। দুঃখজনকভাবে, ২০১৯ সালে রন এলির স্ত্রী ভ্যালেরি গুলিতে নিহত হন।

রন এলির চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৫৮ সালে ‘সাউথ প্যাসিফিক’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ১৯৫৯ সালে ‘ফাদার নোস বেস্ট’ সিরিজের মাধ্যমে টেলিভিশনে কাজ শুরু করেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ‘টারজান’ টিভি সিরিজের মূল ভূমিকায় অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন, যা ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশনে প্রচারিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *