চন্দ্রদ্বীপ ডেস্ক :: হলিউডের জনপ্রিয় সুপারহিরো সিনেমা সিরিজ ‘স্পাইডার-ম্যান’ এবার হাজির হচ্ছে চতুর্থ কিস্তি নিয়ে। এই খবরটি নিশ্চিত করেছেন টম হল্যান্ড, যিনি পর্দায় স্পাইডার-ম্যান চরিত্রটি রূপায়ণ করছেন।
টম হল্যান্ড সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, “স্পাইডার-ম্যান ফোর আসছে। আগামী গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমি সিনেমাটি নিয়ে খুব উচ্ছ্বসিত।”
২০২১ সালে মুক্তি পায় ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’, যেখানে টম হল্যান্ডের সঙ্গে পূর্বের স্পাইডার-ম্যান টোবি ম্যাগুইরে এবং অ্যান্ড্রু গারফিল্ডের মত অভিনেতারা একসাথে অভিনয় করেন। নতুন কিস্তিতে পূর্বের স্পাইডার-ম্যানেরা থাকবেন কিনা, সে সম্পর্কে কিছু জানাননি টম।
এদিকে, মার্ভেল স্টুডিওস বা সনি পিকচার্স থেকে নতুন কিস্তির নির্মাণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সিরিজটির পরিচালক স্যাম রাইমি এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।