চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর সম্পর্ক নিয়ে চলচ্চিত্রপাড়ায় নানা গুঞ্জন চলছে। গত কয়েক মাস আগে শুভ তার ৮ বছরের সংসার জীবন শেষ করেছেন। এদিকে, নানা অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ঐশীর জন্যই শুভর সংসার ভেঙেছে।
এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঐশী। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমার মাথা খারাপ না যে, বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।” তিনি বলেন, “একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক এবং আমি কখনোই চাইব না যে, আমার জন্য কারো সংসার ভাঙুক।”
ঐশী আরও বলেন, “আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটি ফিরে আসবে। যদি আমি আজ কারো সংসার ভাঙি, তাহলে অন্য কেউ এসে আমার সংসারও ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না।”
শুভ ও ঐশীর সম্পর্কের খবরকে ‘নোংরামি’ হিসেবে উল্লেখ করেছেন ঐশী। তিনি বলেন, “শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষতেও হবে না।”
এছাড়া, শুভকে নিজের মেন্টর হিসেবে উল্লেখ করে ঐশী জানান, “সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান করি। আমাদের মধ্যে কোনো আবেগ কাজ করেনি।”
শুভের সঙ্গে যোগাযোগ নেই বলেও জানান ঐশী। তিনি বলেন, “শুভ ভাইয়ের সঙ্গে সর্বশেষ ‘তুফান’ সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছিল। আমি কাজের পর কারো সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না।”
শুভ ও ঐশী বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’, ও ‘নূর’।