শিরোনাম

১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে কেক কাটলেন পরীমণি (ভিডিও)

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউডের গ্ল্যামার-কন্যা পরীমণি জন্মদিনে নতুন এক উপলক্ষ উদযাপন করলেন। তার জন্মদিন মানেই বিলাসবহুল আয়োজন, তবে এবারের উদযাপন ছিল ঘরোয়াভাবেই। বিশেষ করে, প্রতি বছর পরীমণি আলাদা থিমে জন্মদিন উদযাপন করেন, কিন্তু এবারের জন্মদিন ছিল ভিন্ন।

গতকাল রাত ১টার দিকে পরীমণি তার ১৬ মিলিয়ন ফেসবুক অনুসারীর সঙ্গে লাইভে এসে কেক কাটেন। এসময় তিনি জানান, “নানু ভাই আমার জীবনের সবকিছু। প্রতি বছর তার জন্য কেক কাটতাম। তাকে হারানোর পর বড় আয়োজনে কেক কাটছি না। তার ছাড়া মন স্থির করতে পারি না।”

তিনি আরো বলেন, “কিছু ভালোবাসার মানুষদের জন্য না চাইলেও কেক কাটতে হয়েছে। বিগত বছরগুলোতে সহকর্মীদের নিয়ে বড় আয়োজনের কেক কাটলেও গত দুই বছর ধরে তা হচ্ছে না।”

জন্মদিন উপলক্ষে পরীমণি শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের মতো করে দিন কাটাতে চেয়েছিলেন, কিন্তু কিছু শারীরিক অসুস্থতা এবং মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রচারণার ব্যস্ততার কারণে তা হয়নি।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পরীমণির। এরপর তিনি ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া, খুব শিগগির ভারতীয় বাংলা সিনেমা ‘ফেলুবক্সী’তে পরীমণিকে দেখা যাবে এবং আগামী মাসে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পাবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *