শিরোনাম

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় জাতিসংঘ মহাসচিব

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান শহরে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময়ে তার বহনকারী বিমানটি কাজানে অবতরণ করে।

জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই বসবাস করে ব্রিকস জোটভুক্ত দেশগুলোতে। তাই জাতিসংঘের কাছে এই জোটের সম্মেলন স্বাভাবিক কারণেই খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সম্মেলনে জোটের সব সদস্যের সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগও রয়েছে। তাই সবদিক বিবেচনা করেই মহাসচিব সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

এছাড়া, গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘ইউক্রেন শান্তি সম্মেলন’এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল গুতেরেসকে, কিন্তু তিনি সেখানে যাননি।

ফারহান হক এক প্রশ্নের উত্তরে জানান, “মহাসচিব এর আগে অনেকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই সম্মেলন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করার সুযোগ এনে দিয়েছে।”

ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন নিয়ে ২০০৯ সালে উদীয়মান অর্থনীতির জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়। ২০১০ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয় এবং পরবর্তীতে সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া যুক্ত হয়। চলতি বছর ১৩টি দেশ ব্রিকসে যোগ দেয়, যার ফলে স্থায়ী ও অস্থায়ী অংশীদারসহ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ এ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *