চন্দ্রদ্বীপ ডেস্ক :: জম্মু ও কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা ও দুইজন পোর্টার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাশ্মিরের বারামুল্লাহতে এ ঘটনা ঘটে। হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানায়, বারামুল্লায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে সেনাদের একটি গাড়িতে হামলা চালায়। এর আগে, সেখানে এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়, যার নাম প্রীতম সিং এবং তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।
গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়িতে হামলার এটি দ্বিতীয় ঘটনা। এর তিন দিন আগে কাশ্মিরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়, যেখানে শ্রমিকরা কাজ করছিলেন। নিহতরা ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দা এবং অর্থের বিনিময়ে সেখানে কাজ করতে গিয়েছিলেন।
এ ধরনের হামলা স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যাতে ভারতীয় রাজ্যগুলোর বাসিন্দারা সেখানে কাজ না করতে পারেন। ভারতীয় সেনাবাহিনী এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায়, তবে তাদের কার্যক্রম বন্ধ করতে পারছে না।
সূত্র: এনডিটিভি