শিরোনাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত

Views: 34

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বিভিন্ন ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮টি আসনের বিপরীতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ভর্তি পরীক্ষার্থী মলিন মুখার্জি জানান, ‘পরীক্ষার পরিবেশ আশানুরূপ ছিল এবং শিক্ষকদের আন্তরিকতা ছিল প্রশংসনীয়। তবে ফিজিক্স ও ম্যাথ প্রশ্ন কিছুটা কঠিন ছিল।’ আরেক ভর্তিচ্ছু সাকিব হাসান বলেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। এ বছর দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়েছি এবং আশা করছি সফল হবো।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মকর্তা, বিএনসিসি, রোভার স্কাউট এবং সাংবাদিকসহ এলাকাবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক ছিল এবং আশা করা যায়, যোগ্য শিক্ষার্থীরাই সুযোগ পাবে।’

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *