চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘পুষ্পা’ সিনেমার প্রথম পর্বের সফলতার পর পরিচালক সুকুমার এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার এই জনপ্রিয় সিনেমাটি নতুন তারিখ অনুযায়ী ৫ ডিসেম্বর মুক্তি পাবে।
প্রযোজক রবি শঙ্কর জানিয়েছেন, দর্শকদের ভালোবাসায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় পর্ব, ‘পুষ্পা থ্রি’। প্রথম পর্বের আইকনিক চরিত্র এসপি ভানুয়ার সিং শেখওয়াতের ভূমিকায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল।
‘পুষ্পা টু’ সিনেমাটি মুক্তির আগেই থিয়েট্রিক্যাল ও ওটিটি বিক্রি করে আয় করেছে ৯২০ কোটি রুপি। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য দ্বিগুণ বাজেট নিয়ে নির্মিত হচ্ছে এই নতুন পর্ব।
‘পুষ্পা টু’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে, এবং এটি বক্স অফিসে বিশাল সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।