চন্দ্রদ্বীপ ডেস্ক ::বাংলাদেশের প্রযুক্তি বাজারে গিগাবাইটের নতুন অরোজ জেড৮৯০ মডেলের মাদারবোর্ড উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এই মাদারবোর্ডের চারটি সংস্করণের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
এতে গেমিং, ফ্রিল্যান্সিং, ভিডিও সম্পাদনাসহ বিভিন্ন কাজের জন্য উপযোগী এই মাদারবোর্ডের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৫০০ থেকে ৮১ হাজার টাকা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের পরিচালক জাফর আহমেদ, চ্যানেল সেলস বিভাগের পরিচালক মুজাহিদ আল বেরুনী এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান।
গিগাবাইটের অরোজ জেড৮৯০ মাদারবোর্ডে ডি৫ বায়োনিক কোরসা এবং এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা দেয়। উন্নত মেমোরি এবং শক্তিশালী কুলিং ব্যবস্থা থাকায় এটি প্রযুক্তিনির্ভর গেম খেলার পাশাপাশি পেশাগত বিভিন্ন কাজের জন্য উপযুক্ত।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহ. আনাস খান বলেন, “প্রযুক্তি দুনিয়ার ক্রমাগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে। এটি পরবর্তী প্রজন্মের গ্রাফিকস কার্ড এবং এসএসডি সমর্থন করবে, ফলে উচ্চ ক্ষমতাসম্পন্ন গেম এবং পেশাগত কাজের জন্য ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।”