শিরোনাম

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর সংরক্ষণের নতুন সুবিধা

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক :: হোয়াটসঅ্যাপ এখন থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর সরাসরি অ্যাপের মধ্যে সংরক্ষণ করার সুযোগ প্রদান করছে। এই নতুন সুবিধার মাধ্যমে ফোন নম্বর ফোনে সংরক্ষণ না থাকলেও ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা, ছবি বা ভিডিও পাঠাতে পারবেন।

এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন নম্বর সংরক্ষণ করতে পারবেন, ফলে ফোন হারালে বা নম্বর পরিবর্তন হলে হোয়াটসঅ্যাপে থাকা নম্বরগুলো সহজেই ব্যবহার করা যাবে। অন্য কেউ ফোন ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপে সংরক্ষিত নম্বরগুলো তাদের ফোনের কন্টাক্ট লিস্টে দেখা যাবে না।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, এই নতুন সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব এবং উইন্ডোজ অ্যাপের মাধ্যমে ফোন নম্বর যোগ করার সুযোগ পাবেন। এছাড়া, সংরক্ষিত নম্বরগুলো এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে, যা অনলাইনে তথ্য সুরক্ষিত রাখবে।

এই সুবিধা শিগগিরই উন্মুক্ত করা হতে পারে, যা ব্যবহারকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা হিসেবে কাজ করবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *