শিরোনাম

মূল্যবৃদ্ধি প্রতিরোধে আইনজ্ঞ ও অর্থনীতিবিদ নিয়োগের সুপারিশ

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জনসাধারণ। বিশেষ করে ব্রয়লার মুরগি ও ডিমের দাম বৃদ্ধির কারণে ভোক্তারা ক্ষুব্ধ। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাজারের সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে কাজ করার কথা থাকলেও, এখানে আইন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদের অভাব রয়েছে। এই কারণে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না কমিশন।

মার্জিয়া মুমু জানান, কমিশনের বিরুদ্ধে বেআইনি কাজ ও ব্যবসায়ীদের অযথা হয়রানির অভিযোগ উঠছে। আইন বিশেষজ্ঞরা কমিশনের কাঠামোর সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে।

কমিশন, স্বপ্রণোদিতভাবে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় পোলট্রি খামার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু প্রয়োজনীয় বিধি প্রণয়ন না করেই। এর ফলে, জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হাইকোর্টে আপিল করেছে এবং কমিশনের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে।

এদিকে, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্রিডারস এসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী জাহিন হাসান জানান, বাজার বিশ্লেষণের জন্য একজন অর্থনীতিবিদ নিয়োগ দেওয়া হলে সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে।

কমিশনের সাবেক পরিচালক খালিদ এ নাসের বলেছেন, কমিশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আইন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ প্রয়োজন। তিনি জানিয়েছেন, বাজার গবেষণা করার জন্য কমিশনে পর্যাপ্ত জনবল নেই।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিয়া কবির মন্তব্য করেন, কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রতিযোগিতা আইন ২০১২-এর কিছু ধারার সংস্কার করা জরুরি, অন্যথায় জনগণের আস্থা সংকটে পড়বে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *