শিরোনাম

প্রতিশোধ নিতে পারে ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লেবাননে, আশঙ্কা ইসরাইলের

Views: 32

চন্দ্রদ্বীপ ডেস্ক: জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার দিকে নজর রাখছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এখন ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়াগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানসহ তিনটি প্রদেশের ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে, ইরানের প্রতিরোধের মুখে দ্রুতই হামলা শেষ করে ইসরাইল। এরপর ইরানে হামলা শেষ হয়েছে বলেও নিশ্চিত করে তারা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেয়া সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইরান জানিয়েছে, তারা সফলভাবে ইসরাইলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের তেমন একটা ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে ইসরাইলি হামলার ব্যাপ্তি ছিল চার ঘণ্টার মতো। ইরানের এয়ার ডিফেন্স বেস বা আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা সফলভাবে ইসরাইলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *