শিরোনাম

নতুন পেশায় প্রভা

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক: অভিনয়কে অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নতুন কোনো কাজই আর করছেন না তিনি। নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন। শোবিজের কোনো কিছুর সঙ্গেই তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা কিছু ছবি ও ভিডিও দেখে প্রশ্ন উঠেছে, প্রভা কী তাহলে পেশা পরিবর্তন করেছেন? অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলজুড়ে দেখা যাচ্ছে শুধুই মেকআপের ভিডিও।

গত কয়েক মাসে তিনি এমন অনেক ভিডিও পোস্ট করেছেন, যেখানে অন্যদের মেকআপ দিতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে। আর এ বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এমনটাই জানালেন ভিডিওতে। অবশ্য প্রভার বেশির ভাগ মডেল এ দেশীয় নয়, আমেরিকান।

ভিডিওতে দেখা গেছে, প্রভা যেখানে বসে মেকআপ করছেন, সেটির নাম ‘দ্য মেকআপ একাডেমি’। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এটি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। ধারণা করা হচ্ছে, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সেখানেই কর্মরত প্রভা। তবে এ প্রসঙ্গে জানতে প্রভার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। এদিকে ‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল এ অভিনেত্রীর, সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এ অ্যাকাউন্টের বায়োতে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসাবে। সে অ্যাকাউন্টে যাদের ভিডিও প্রভা আপলোড করেছেন, তাদের ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবির মেকআপ আর্টিস্টের ক্রেডিটেও দেওয়া হয়েছে প্রভার নাম। সেখান থেকে স্পষ্ট যে, অভিনয় পেশার ইতি টানলেন প্রভা। এখন মেকআপ আর্টিস্ট পেশায় নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত এ অভিনেত্রী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *