গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮০ সাংবাদিক
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করছেন গাজার সাংবাদিকরা।
দখলদার ইসরায়েলের বর্বর হামলায় গাজায় অন্তত ১৮০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও তিন সাংবাদিকের।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আজ যে তিন সাংবাদিকের মৃত্যু হয়েছে তারা হলেন আল-আকসা টিভির সৈয়দ রেদওয়ান, বার্তাসংস্থা সানাদের আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হানিন বারুদ।
ফিলিস্তিনি সংবাদিকদের নির্বিচারে হত্যা ও তাদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ থামাতে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে গাজার মিডিয়া অফিস।
দখলদার ইসরায়েল গত সপ্তাহে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ছয় সাংবাদিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হয়ে কাজ করে। যদিও তারা এই দাবির পক্ষে শক্তিশালী প্রমাণ দেখাতে পারেনি। এছাড়া আলজাজিরাও ইসরায়েলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।