চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব এ বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘টেক্কা’ নিয়ে ভক্তদের সুখবর দিয়েছেন। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি, দেব বান্ধবী রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন।
এদিকে, টালিগঞ্জ ছেড়ে অভিনেতা দেব মুম্বাইতে পাড়ি জমিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেব তার টিমের সদস্যদের সঙ্গে রয়েছেন, যা নিশ্চিত করছে যে তিনি নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন।
দেব নিজেই জানিয়েছে, তিনি মুম্বাইতে একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতে এসেছেন। তবে, প্রশ্ন হলো— কি তিনি শুধু বিজ্ঞাপনের জন্য মুম্বাই গেছেন, নাকি নতুন কোনো চলচ্চিত্রের জন্যও বলিউডে পা রাখছেন?
এখনও পর্যন্ত রুক্মিণী মৈত্র ইতিমধ্যে বলিউডে তার প্রথম কাজ সম্পন্ন করেছেন। তাহলে কি এবার দেবের পালা? দেব নিজে মায়ানগরীতে ছোটবেলায় কাটিয়েছেন এবং সেখানে তার পরিবারকেও কাজ করতে দেখা গেছে। তাই বলিপাড়ায় তার অভিজ্ঞতা নতুন নয়। তবে টলিউডের পাশাপাশি কি দেব বলিউডেও কাজ করবেন, সেটি সময়ই বলবে।
এখন আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।