শিরোনাম

বিএনপি’র নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সাত দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল।

Views: 441

নির্বাচনকে সামনে রেখে সাংবিধানিক ধারা পাশ কাটিয়ে সরকার উৎখাতের নামে বিএনপি’র নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী ২রা আগস্ট থেকে প্রাথমিকভাবে সাত দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল। আগামীকাল আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে বিস্তারিত কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

আজ রাজধানীর ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

১৪ দলের মুখপাত্র বলেন, যারা উৎখাতে বিশ্বাস করে, রাজনৈতিক ধারায় বিশ্বাস করে না, সংবিধানে বিশ্বাস করে না, তাদের সাথে সংলাপের প্রশ্নই আসেনা। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে সাংবিধানিক ধারা অব্যাহত রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করবে ১৪ দল।

এসময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *