শিরোনাম

আফসোস নেই আমার, আর রাখতে চাই না: বাঁধন

Views: 23

চন্দ্রদ্বীপ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের ‘রেহানা’ থেকে বলিউডের ‘খুফিয়া’- অসাধারণ অভিনয় দিয়ে মন জয় করেছেন দেশ-বিদেশের দর্শকদের। বরাবরই যিনি নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন। বয়সের হিসাবে চার দশক পার করে আজ একচল্লিশে পা দিয়েছেন এ অভিনেত্রী। গত চল্লিশ বছরের জীবনযুদ্ধে রয়েছে এ অভিনেত্রীর সফলতা ও হতাশার গল্প।

বাঁধন বলেন, ‘আশা, আনন্দ এবং শান্তি নিয়ে আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর চার দশক পার করতে পেরেছি, তাতে অনেক খুশি। তবে গত দশকগুলো এত বিভ্রান্তিকর ছিল এবং অন্যদের খুশি করার চেষ্টা করেই বেশির ভাগ সময় নষ্ট করেছি। অতীত জীবনের পরতে পরতে আসা আঘাত, অন্যায় ও যন্ত্রণা আমাকে আজকের বাঁধন করেছে। সেই সঙ্গে করেছে সাহসী, দিয়েছে চলার অফুরন্ত প্রাণশক্তি। তাই জীবনের এ পর্যায়ে এসে কোনো আফসোস নেই আমার, আর রাখতে চাই না।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *