শিরোনাম

মেঘনায় অভিযান চলাকালে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

Views: 28

বরিশাল প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ নিধনকালে অভিযান চালাতে গিয়ে নয়ন ব্যাপারী (৬০) নামে এক জেলে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি আবুল কালাম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নয়ন ব্যাপারী ও তার ছেলে ফরিদ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরছিলেন। হঠাৎ স্পিডবোটের শব্দ শুনে আইনশৃঙ্খলা বাহিনী আসছে ভেবে দ্রুত পালানোর চেষ্টা করেন তারা। পালানোর সময় নয়ন ট্রলার থেকে নদীতে পড়ে যান এবং ট্রলারের প্রপেলারের আঘাতে গুরুতর আহত হন। তার ছেলে ফরিদ নদীতে ঝাঁপিয়ে পড়ে নয়নকে অচেতন অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষার্থে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সাগরে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে জেলেদের সহায়তার জন্য ২৫ কেজি করে চাল বিতরণ করেছে মৎস্য বিভাগ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *