পটুয়াখালী প্রতিনিধি :: দুমকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পীরতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মুদি, সবজি ও ঔষধের দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রেতাদের মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, সবজি বিক্রেতারা অতিরিক্ত মুনাফায় সবজি বিক্রি করছিলেন এবং মূল্য তালিকা থেকে অধিক মূল্যে সবজি বিক্রয় করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগেও ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান চলাকালীন স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনসহ অন্যান্য বিষয়ে সচেতন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদেরকে সীমিত লাভে পণ্য বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়া বলেন, “বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”