শিরোনাম

ইরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতে ইরানকে কড়া বার্তা দিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানকে সতর্ক করেছে যে তারা যদি এই অঞ্চলে ইসরায়েল বা মার্কিন কর্মীদের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে করুণ পরিণতি হবে।

তিনি আরও বলেন, আমরা আত্মরক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করব না, এতে কোনো বিভ্রান্তি না থাকুক। যুক্তরাষ্ট্র আর উত্তেজনা দেখতে চায় না। আমরা বিশ্বাস করি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি গুলি বিনিময়ের সমাপ্তি হওয়া উচিত।

ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানে গত শুক্রবার রাতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের চারজন সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানে সফল অভিযান চালিয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে।

এই হামলার পর ইরান যেন আর কোনো হামলা না চালায় তারই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *