শিরোনাম

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

Views: 26

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে ২৯ অক্টোবর অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের সমাবেশে জনতার ঢেউ লক্ষ্য করা গেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ এলাকা গলাচিপায় আগমন করে জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, “নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।” নুর বলেছেন, “আমি আপনারা যদি সমর্থন করেন, তাহলে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবো।”

নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার রক্ষা এবং রাজনৈতিক সংস্কারের জন্য আমাদের একত্রিত হতে হবে।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *