চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাম্প্রতিক সময়ে ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি খোলামেলা সমালোচনা উঠে আসে। স্ট্যাটাসে তিনি বলেন, “যেমনটি জামায়াতকে ’৭১-এর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তেমনি আওয়ামী লীগকেও ২০২৪ সালের ঘটনাবলি নিয়ে প্রশ্ন ডিল করতে হবে।”
তিনি সরকারকে গুম, বিচারহীনতা, এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলোর জন্যও কড়া ভাষায় সমালোচনা করেন। স্ট্যাটাসে শেখ হাসিনার ফোনে হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ফোনে হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে, তা বলার মতো মানুষও পাশে নেই।” ফারুকী আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ গভীর উদ্বেগের মধ্যে রয়েছে এবং সরকারের উচিৎ এসব প্রশ্নের সঠিক জবাব দেওয়া।
তিনি আরও বলেন, দেশের সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন: ব্যাংকিং, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, এবং সেনাবাহিনীর কার্যক্রমেও ব্যাপক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। ফারুকীর ভাষ্য মতে, সরকারের বিভিন্ন অনিয়ম, অবিচার, এবং ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের মধ্যে ভয় ও অসন্তোষ সৃষ্টি করছে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার নানা ধরনের হুমকি ও চাপে বিরোধীদের নিয়ন্ত্রণে রাখতে চায়, যা দেশের স্থিতিশীলতার পথে বড় প্রতিবন্ধকতা।
এই মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। ফারুকীর স্ট্যাটাসটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং দেশের সাধারণ মানুষ, সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক মতামত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।