শিরোনাম

বরগুনায় হত্যার প্রতিবাদে মানববন্ধন, সুমাইয়া আক্তার ইতির হত্যাকারীর গ্রেফতারের দাবি

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরগুনায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী সুমাইয়া আক্তার ইতি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

গত ২৬ অক্টোবর, শনিবার বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার ইতির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। অভিযুক্ত মো: মইনুল হাসান টিটু, যিনি একই উপজেলার ৯ নং এম বালিয়ালী ইউনিয়নের মো: আইয়ূব আলীর ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা। তিনি বলেন, “ইতি আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। অভিযুক্ত টিটু সবসময় তাকে উত্ত্যক্ত করত। ইতিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তবে তার পা ছিল পাটাতনের সঙ্গে লাগানো। এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পনা করেই তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুনু হাওলাদার ও সহপাঠীরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *