চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে পুলিশ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, রাত একটার দিকে আব্দুস শহীদের বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে এখনও অভিযান চলছে। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর, তার মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আত্মগোপনে চলে গেছেন। তাদের মধ্যে কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। আব্দুস শহীদও সেই তালিকার অন্তর্ভুক্ত, যিনি বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। এর আগে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।