চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি খাতের ব্যাংক এনসিসি ও যমুনা ব্যাংকে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের সভায় এই পরিবর্তন ঘটে।
এনসিসি ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান মো. আবুল বাশার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হয়ে পড়েন। এ কারণে বাংলাদেশ ব্যাংক তার পরিচালকের পদ শূন্য ঘোষণা করে। এর পর সোমবার ব্যাংকটির পরিচালনা সভায় মো. নূরুন নেওয়াজকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ইলেকট্রোমার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।
অপরদিকে, যমুনা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান সাইদুল ইসলাম সাবেক সরকারের একজন মন্ত্রীর ছেলে। তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচালকেরা তার নেতৃত্বে ব্যাংক পরিচালনায় অস্বস্তি বোধ করছিলেন। এ পরিস্থিতিতে রবিন রাজন সাখাওয়াতকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি জার্মানির গ্যেটে ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশে ফিরে এসে রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।