শিরোনাম

১০ বছর পর্যন্ত সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা

Views: 28

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতির সুবিধা দেয়া হয়েছে। এই সুবিধাটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে আসা কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী, বেসরকারি খাতে পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এর আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা প্রদান করা হচ্ছে।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে যেসব কোম্পানি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে, তারা এই কর অব্যাহতির সুবিধা পাবেন। শুরুতে কোম্পানিগুলো বাণিজ্যিক উৎপাদন আরম্ভের পর প্রথম ৫ বছরের জন্য (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবেন। এরপরের ৩ বছর (ষষ্ঠ হতে অষ্টম) ৫০ শতাংশ কর অব্যাহতি এবং পরবর্তী ২ বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

কর অব্যাহতির এই সুবিধা গ্রহণের জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলোকে আয়কর আইনের সকল বিধান মেনে চলতে হবে এবং বাংলাদেশে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসির আওতায় নির্ধারিত সকল শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি, তাদের পরিচালনা পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে করতে হবে।

সরকারের এই উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উন্নয়ন ও বহুমুখীকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে দেশের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি, অর্থনীতির বিভিন্ন খাতে বিনিয়োগও আকর্ষণ করবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *