শিরোনাম

বরিশালে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ

Views: 20

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশজুড়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশিনী কুমার হলের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ। বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠছে, অথচ সরকার উন্নয়নের কথা বলে যাচ্ছে। বাস্তব চিত্র টিসিবির ট্রাকের দীর্ঘ সারি দেখলেই বোঝা যায়। এখন মধ্যবিত্তরাও টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়াচ্ছে, যা সমাজের আর্থিক অস্থিরতার পরিচয় বহন করে।

বক্তারা সরকারের মদতপুষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বাজারে সিন্ডিকেটের কারসাজির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি হলেও সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তারা রেশনিং ব্যবস্থা চালু করা, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান।

এছাড়া বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মো. জলিলুর রহমান, জেলা কমিটির সদস্য উপাধাক্ষ হারুন অর রসিদ, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক ধীরেন্দ্র নাথ রায় এবং জাফর আহমেদ তালুকদার প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *