চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের ভান্ডারিয়ায় ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম মিঠু সিকদারকে হত্যার প্রধান আসামি মোঃ জহির সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর কাম্পানি কমান্ডার মোঃ অমিত হাসান সিপিএসসি এর নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদরের লঞ্চঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জহির সরদার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মৃত এছাহাক সরদারের পুত্র। র্যাব আটকের পর তাকে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, পাওনা টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে গত ৫ আগস্ট রাতে মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষ। পরের দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর, ১৬ আগস্ট মিঠুর স্ত্রী পলি আক্তার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব আসামি আটকের অভিযান চালিয়ে আসছে।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন জানান, মিঠু হত্যা মামলার প্রধান আসামি জহির সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।