শিরোনাম

পটুয়াখালীতে দীপাবলীর উৎসবের রঙিন আয়োজন

Views: 13

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী মহাশ্মশানসহ সকল উপজেলায় বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি অনুষ্ঠানে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রতিবছরের মতো এবারও পটুয়াখালী শ্মশান ঘাটে পালিত হচ্ছে এই মহোৎসব। পটুয়াখালীর লোহালীয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশান ঘাটে ভূত চতুর্দশী পূর্ণ তিথিতে হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ প্রিয় পূর্বপুরুষদের স্মরণ করতে আসেন।

এ বছর দীপাবলীর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত স্বজনদের মূল উদ্দেশ্য ছিল পরলোকে গমন কৃত স্বজনদের আত্মার শান্তি কামনা করা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী স্বপন কর্মকার জানান, “আমি আমার দিদাসহ অনেক স্বজন ও পূর্বপুরুষের শান্তি কামনার জন্য এখানে এসেছি।”

এদিকে, শ্মশান দীপাবলীর আয়োজনে স্থানীয় ব্যবসায়ীরা অস্থায়ী দোকানপাট বসিয়েছেন, যেখানে পূজার সামগ্রী, খাবার, প্রসাধনী এবং খেলনার নানা বিকল্প পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী রমেশ কুমার বলেন, “এ সময় আমাদের দোকান থেকে ভক্তরা বিভিন্ন পণ্য কিনে নেন, যা আমাদের জন্য ভালো আয়ের সুযোগ তৈরি করে।”

শ্মশান দীপাবলী ও শ্যামা পূজা কার্যকরী কমিটির সভাপতি সন্তোষ কুমার দাস জানান, “এবারের পূজায় ব্যাপক সংখ্যক ভক্তের সমাগম হয়েছে এবং এটি এলাকার দোকানদারদের জন্য একটি বড় সুযোগ।”

উৎসবের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজায় অংশ নিতে পারেন। শ্মশান দীপাবলীর এই মহোৎসব পটুয়াখালীর মানুষদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ ধর্মীয় আচার বিধি মেনে মহাশ্মশানে “শ্মশান কালী” পূজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল দিবাগত রাতে কালীপূজা (শ্যামা পূজা) অনুষ্ঠিত হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *