বরিশাল : বরিশালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দিপালী উৎসব উদযাপিত হয়েছে। বরিশাল নগরের কাউনিয়ার মহাশ্মশানে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই আয়োজন সম্পন্ন করেন। প্রতি বছরের মতোই এবারো মৃতদের আত্মার শান্তির উদ্দেশ্যে পূজা-অর্চনার জন্য স্বজনরা সমবেত হন।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সদস্য সচিব সুশান্ত ঘোষ জানান, প্রায় ২০০ বছর আগে স্থাপিত এই মহাশ্মশানে ৬১ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ সমাধি যাদের স্বজনরা দেশে নেই, সেগুলো হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে এবং এসব সমাধিতেও কমিটির পক্ষ থেকে দীপ জ্বালানো হয়।
শ্মশান দিপালী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব বিজয় ভক্ত জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।