শিরোনাম

পিরোজপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুর খুলনা-বরিশাল মহাসড়কের সিও অফিস থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত মহাসড়কের দুই পাশের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক বিভাগের উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সড়কের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন পাকা, আধাপাকা এবং কাঠের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে চলাচলে বাধা সৃষ্টি করছিল। স্থানীয় জনগণ এবং যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় সরকারি নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত বিস্তৃত এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে মহাসড়ককে আরো প্রশস্ত ও নিরাপদ করার চেষ্টা করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই উচ্ছেদ অভিযানে নিরাপত্তার জন্য মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং মহাসড়কের জায়গা পুনরুদ্ধার করায় সড়ক বিভাগকে ধন্যবাদ জানিয়েছে। সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মহাসড়কের পাশে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *