শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানের যাত্রাপালায় উপচে পড়া দর্শক

Views: 28

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হয়েছে সাত দিনব্যাপী যাত্রা উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। প্রথম দিনেই দর্শকদের উপস্থিতিতে উপচে পড়েছে মুক্তমঞ্চ, যেখানে প্রদর্শিত হয়েছে সুরুভী অপেরার নাটক ‘নিহত গোলাপ’। যাত্রাপালাটি নির্দেশনা দিয়েছেন কবির খান, যেখানে তুলে ধরা হয়েছে মাধবপুর জমিদারের চক্রান্ত এবং গোকুল নামে এক যুবকের করুণ কাহিনী।

উদ্বোধনী পর্বের পর সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় প্রথম দিনের যাত্রা। দর্শকদের মধ্যে বিভিন্ন শ্রেণির মানুষ যেমন শিক্ষার্থী, শ্রমিক এবং হকাররা ছিলেন। অনেকে এসেছেন পুরনো দিনের স্মৃতি ফিরে পেতে, আবার অনেকেই প্রথমবারের মতো যাত্রাপালা উপভোগ করতে।

যাত্রা উৎসবের উদ্বোধন করেন ছাত্র–জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী রিকশাচালক ইসরাফিল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাশিল্পী অনিমা দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও অনেক বিশিষ্টজন ছিলেন এই উৎসবে।

মহাপরিচালক জামিল আহমেদ বলেন, “শিল্পকলা জনজীবনের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য বাজেট বাড়ানো অত্যন্ত জরুরি, যাতে আমরা এ ধরনের ঐতিহ্যবাহী শিল্পের প্রসার ঘটাতে পারি।” তিনি দর্শকদের যাত্রাশিল্পীদের পাশে থাকার আহ্বান জানান।

এই উৎসবে প্রতিদিন একটি করে যাত্রাপালা পরিবেশিত হবে, যা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। যাত্রাশিল্পীদের প্রতিভা এবং ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন জাতির সাংস্কৃতিক উত্তরাধিকারকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *