চন্দ্রদ্বীপ ডেস্ক :: চীনের বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধী চুম্বক (রেজিস্টিভ ম্যাগনেট) তৈরি করেছেন, যার চৌম্বকক্ষেত্রের ক্ষমতা ৪২.০২ টেসলা। এটি পৃথিবীর স্বাভাবিক চুম্বকক্ষেত্রের তুলনায় আট লাখ গুণ শক্তিশালী। এই চুম্বক তৈরি করেছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর হ্যফেই ইনস্টিটিউট অব ফিজিক্যাল সায়েন্সের হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরি, যা ভবিষ্যতের গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বজুড়ে বিজ্ঞানীরা গবেষণার জন্য শক্তিশালী চুম্বক ব্যবহার করেন, যা বিভিন্ন আবিষ্কারে সহায়ক। এই ধরনের চুম্বক ১০টিরও বেশি নোবেল পুরস্কারের জন্য অবদান রেখেছে। তিন ধরনের চুম্বকের মধ্যে অন্যতম হলো প্রতিরোধী চুম্বক, যা বিভিন্ন গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর আগে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্র একটি প্রতিরোধী চুম্বক তৈরি করেছিল, যা এখন দ্বিতীয় স্থানে রয়েছে।
২০২২ সালে চীনের এই ল্যাবরেটরিতে ৪৫.২২ টেসলা ক্ষমতার একটি হাইব্রিড চুম্বকও তৈরি হয়েছিল, যা তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল।