শিরোনাম

সার্কফিন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন পদে দায়িত্ব নিলেন ড. আহসান এইচ মনসুর

Views: 29

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কাজ করা সংস্থা সার্কফিন্যান্স নেটওয়ার্কের নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৪৬তম সার্কফিন্যান্স গভর্নরস গ্রুপ মিটিংয়ে তাকে আগামী এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, চলতি বছরের জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৪৫তম গভর্নরস্ গ্রুপ মিটিংয়ে সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নরদের অনুরোধে সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মতি জানায় বাংলাদেশ।

ড. আহসান এইচ মনসুর এর আগে সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করা শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর ড. মনসুর সার্কভুক্ত দেশগুলোর আর্থিক উন্নয়নে কার্যকর নীতিমালা ও প্রযুক্তি বিনিময় এবং সহযোগিতার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

সার্কফাইন্যান্স নেটওয়ার্কের নিয়ম অনুযায়ী প্রতি বছর সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নর এবং অর্থসচিবদের অংশগ্রহণে দুটি গভর্নর গ্রুপ সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি সাধারণত সার্কফাইন্যান্স চেয়ার কান্ট্রিতে এবং অন্যটি আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অক্টোবর বা নভেম্বর মাসের বৈঠকের সময় সাইডলাইনে অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *