শিরোনাম

বরগুনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের বিক্ষোভ

Views: 34

বরিশাল অফিস :: সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়ন ও সাম্প্রতিক সময়ে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার জাতিসংঘ কর্তৃক তদন্ত, হিন্দু নেতা রাদাশগুপ্ত, চিন্ময় প্রভুসহ সমগ্র দেশব্যাপী সনাতনী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরগুনা জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও সংখ্যালঘু সকল সংগঠন ঐক্যমোর্চার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরগুনা আখড়াবাড়ী প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন, বরগুনা জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু সিকদার, সাধারণ সম্পাদক মানিক কুমার পঙ্কজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুশান্ত বেপারী, সাধারণ সম্পাদক জয়দেব রায়, বামনা উপজেলা পূজা পরিষদ সভাপতি অঞ্জন চ্যাটার্জী, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিমল কর্মকারসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল সনাতনী বিক্ষোভ মিছিল আখড়াবাড়ী থেকে শুরু হয়ে বরগুনা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *