শিরোনাম

ভক্তদের ভালোবাসায় সাফল্যের নতুন মুকুট মেহজাবীনের মাথায়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে দারুণ প্রভাবশালী। ফেসবুকে তার ছবি, ভিডিও শেয়ার করেন এবং লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেন তিনি। সেই ভক্তদের ভালোবাসা থেকে পাওয়া সাফল্যের আরেকটি মুকুট যুক্ত হলো তার সাফল্যের মুকুটে। সম্প্রতি, ফেসবুকে সেরা ২৫ ভক্তদের তালিকায় ২৪তম স্থানে অবস্থান করেছেন মেহজাবীন।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে এই তালিকায় স্থান পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশট শেয়ার করে এই অর্জনের কথা জানান।

এদিকে, মেহজাবীনের ভক্তরা তাকে রোমান্টিক চরিত্রে আবারও দেখতে চাওয়ার দাবি তুলেছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মেহজাবীন ফ্যানস ক্লাব গ্রুপে লিখেছেন, “আমার ভক্তরা সবসময় আমাকে চমকে দেয়। আপনাদের চাওয়া-দাবি আমার নজরে এসেছে, আমি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি এবং ভাবছি। একটু ধৈর্য্য ধরুন, শিগগিরই নতুন খবর পাবেন।”

মেহজাবীনের এমন স্ট্যাটাসের পর ভক্তদের মাঝে আনন্দের ঢেউ বয়ে গেছে। যদিও তিনি এখনও কোনো নতুন কাজের ঘোষণা দেননি, তবে ভক্তরা আশায় রয়েছেন যে তিনি শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হবেন।

প্রসঙ্গত: মেহজাবীন অভিনীত দুটি সিনেমা, ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *