বরগুনা প্রতিনিধি: বরগুনার কেওড়া বুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে বরগুনা শহরের টাউন হল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ আগস্ট বরগুনা পৌর শহরে জেলা আওয়ামী লীগের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের হুমকি দেওয়া হয়। পরে ১২ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথোপকথন করেন, যা ভিডিও করে ফেসবুকে প্রচার করা হয়।
দেশের প্রচলিত আইনে এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় পুলিশ গত ৭ অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। এই মামলায় মনিরুজ্জামান নশার সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মামলার পরিপ্রেক্ষিতে কেওড়া বুনিয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।