পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার জেলেরা অবশেষে দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরতে যাত্রা শুরু করেছে। ইলিশের প্রজনন নিরাপদ রাখার জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তবে এই সময়কালে ভারতীয় ও কিছু অসাধু দেশীয় জেলেদের মাছ শিকারের অভিযোগ উঠেছে, যা স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
নিষেধাজ্ঞার ফলে উপকূলীয় অঞ্চলের প্রায় ৮০ হাজার জেলে আর্থিক সংকটে পড়েন। সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হলেও অনেকের মতে তা ছিল অপর্যাপ্ত। ট্রলার মালিকরা এ সময়ে তাদের ট্রলার এবং সরঞ্জাম মেরামতে লাখ লাখ টাকা ব্যয় করেছেন।
আলীপুর মৎস্য বন্দরের পরিচালক মিজানুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবার প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।”
জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “আজ মধ্যরাত থেকে জেলেরা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। নিবন্ধিত ৭৯ হাজার ৩০৭ জন জেলের মধ্যে ৬৪ হাজার ৭৭০ জনকে ২৫ কেজি করে সরকারি চাল সহায়তা দেয়া হয়েছে। এছাড়া, নিষেধাজ্ঞার সময়ে আইন লঙ্ঘন করায় ১৪২ জন জেলেকে আটক করা হয় এবং ৩৬৭টি অভিযানে ২১ লাখ ৮১১ মিটার অবৈধ জাল জব্দ করে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞা শেষে মাছের প্রাচুর্য থাকলে জেলেরা তাদের ঋণ পরিশোধে সক্ষম হবেন এবং সরকারের পদক্ষেপগুলো এই সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”