চন্দ্রদ্বীপ ডেস্ক :: “বৈষম্য দূরীকরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।”
আজ (৪ অক্টোবর) সোমবার ডেমরায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা পরিদর্শনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং তাদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।
অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক ও মাদ্রাসার শিক্ষক সহ এলাকার মুরুব্বীরা এসময় উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ছাত্রদের সক্রিয় অংশগ্রহণই এই আন্দোলনের মূল ভিত্তি। শিক্ষার্থীরা যেন নিজেদের শিক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সুযোগ-সুবিধা প্রাপ্তির জন্য সচেতন হন, সেই বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।
মাদরাসার শিক্ষার্থীরা তাদের সমস্যা তুলে ধরার পাশাপাশি, বর্তমান শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জগুলোও তুলে ধরলে সারজিস আলম এগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তাদের মাঝে সাহস ও উদ্যম জাগিয়ে তোলার আহ্বান জানান।
তিনি সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন, যেন শিক্ষার্থীরা নিজেদের দাবি তুলে ধরতে সাহসী হন।