Views: 24
চন্দ্রদ্বীপ নিউজ:: ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান বাস্তবায়নে এ বছর ভিন্ন আঙ্গিকে সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ পালিত হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ৪ নভেম্বর রোজ সোমবার ৫ম ও শেষ দিনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্য নির্বাহী সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বরিশাল জিলা স্কুলের হলরুমে সকাল ১০টায় আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।
জিলা স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা রানী হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই বরিশাল কেন্দ্রীয় কমিটির সদস্য ,বিশিষ্ট ব্যবসায়ী মো: আক্তার হোসেন।
শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো: রুহুল আমিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিআই মো: আরিফুর রহমান, জেলা পুলিশের টিআই মো: আ: রহীম, বিআরটিএ অফিস সহকারী আবদুস সালামসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান আলোচক মো: জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ ও নিরাপদ সড়ক বিনির্মানে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু তাই নয় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা করতে বিআরটিএ ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি সবাই যদি সড়ক আইন মেনে চলি তাহলে আগামীতে দেশে সড়ক দুর্ঘটনা রোধসহ মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা করা সম্ভব হবে।
6 বার নিউজটি শেয়ার হয়েছে